সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকিতে থাকা মিসরীয় সিনাই উপত্যকায় এবার চীনের HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এই ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে কায়রো ও সিনাই অঞ্চলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে তৈরি উত্তেজনাকে কড়া জবাবের সংকেত দেওয়া হয়েছে।
মিডল ইস্ট মনিটরসহ বিভিন্ন সংবাদে বলা হয়েছে, HQ-9B কে কখনও কখনও রুশ এস-৪০০ সিস্টেমের সমতুল্য বলা হয় — কারণ এটি দীর্ঘ পরিসরের লক্ষ্য শনাক্তকরণ ও প্রতিরোধ ক্ষমতা রাখে। সূত্রের খবর, HQ-9B প্রায় ২০০ কিলোমিটারের মধ্যে বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম; শক্তিশালী রাডার প্রযুক্তি প্রায় ৩০০ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধরতে পারে। এছাড়া তুলনামূলকভাবে সহজে মোতায়েনযোগ্য হওয়ায় বিমানবন্দর, বন্দর ও সামরিক ঘাঁটিতে নিরাপত্তা দিতে সুবিধা আছে।
মিসরের প্রতিরক্ষামন্ত্রী আবদেল মজিদ সাকার সম্প্রতি সতর্ক করে বলেছেন, তাদের সামরিক প্রস্তুতি কেবল মনোবল বাড়ানোর জন্য নয়—স্থলভাগেও তাদের সক্ষমতা প্রকাশিত হবে। তিনি জানিয়েছেন, কেউ যদি মিসর সীমান্তে আক্রমণ করতে চায় তবে তাদের প্রতিরোধ ক্ষমতা কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সক্ষমতা প্রদর্শন করা হবে।
গাজার বর্তমান সংঘাত ও সেখানে জনহানির পর হাজার হাজার ফিলিস্তিনি সিনাইতে আশ্রয় নেয়ায় কায়রো একটি “রেডলাইন” হিসেবে বিষয়টি বিবেচনা করছে। এমন প্রেক্ষাপটে মিসরের এই প্রতিরক্ষা জোরদারী কে אזেকাস্ট্রাজিক সতর্কতা ও নিজেদের সার্বভৌম সীমানার রক্ষায় নেয়া একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply