১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় বন্দর থানাধীন নবীগঞ্জ আল-আমিন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর উদ্যোগে ব্রাক এর সহযোগিতায় ২৪ নং ওয়ার্ড বাসকে নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাকের বন্দর ব্যাঞ্চ এর প্রয়োগ্রাম অফিসার মোঃ মনিরুল আলম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন,মসক নিধন
কদম রসুল অঞ্চল সুপারভাইজার মোঃতরিকুল ইসলাম।বন্দর উপজেলা
ব্রাক অফিসার সিসিইস প্রীতি লতা রানী।
সাদিয়া,ফ্লির্ডার অগর্নেজা, সোনিয়া আক্তার,সিএম, বন্দর ব্রাক।
বক্তব্য ২৪ নং বাসীকে উদ্দেশ্য করে তারা বলেন,আমার সকল কে স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে শুধু ডাক্তারের কাছে গেলে হবে না নিজেকে ও সচেতন হতে হবে,যেমন জলবায়ু পরিবর্তন জন্য যে সমস্যা হচ্ছে তা আমাদের প্রতিরোধ করতে হবে।কারন আমরা আমাদের পরিবেশ নিজেরাই নষ্ট করছি।বাড়ির পাশে ময়লা ফেলে নোংরা করছি সেখান থেকে রোগ তৈরি হচ্ছে।আমাদের বাড়ির আঙ্গিনা ঝোপঝাড় পরিস্কার রাখতে হবে বৃষ্টির পানি কোন পরিত্যক্ত পাত্রে জমে থাকলে সেই পানি ফেলে দিতে হবে কারন সেই থেকে এডিস মশা তৈরি হয়।মশার কামড়ে আমাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই।সব সময় আমাদের নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখা রার জন্য মশারি টানিয়ে ঘুমাতে হবে।তিনি আরো আমাদের সকল কে সচেতন হতে হবে, রোগ কখনো নির্মুল করা যায় না,কিন্তু রোগ প্রতিরোধ করা যায়, তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে কারন নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য নিজে ও নিজের পরিবার পরি জনকে সচেতন হতে হবে।যেমন ডাইরিয়া,যক্ষ্মা,টাইফয়েড, ডেঙ্গু অনেক রোগ থেকে মুক্তি পাবেন।তিনি আরো বলেন এন্টিবায়োটিক ব্যবহার নিয়ম মেনে খেতে হবে কারন একজন রোগকে এন্টিবায়োটিক খাবার জন্য ডাক্তার ৭ দিনের ঔষধ লিখে দিয়েছে,কিন্তু আপনি ৩ দিন খেলে আপনার রোগ মনে করছেন ভাল হয়ে গেছে আর সেবন করেনি কারন আপনার কথা ছিলো ৭ দিনের আপনি ৪ দিন অবহেলা করেছেন সেটার জন্য আপনি পরবর্তীতে আবার বড় কোন রোগে আক্রান্ত হতে পারেন।তাই আপনারা এন্টিবায়োটিক ব্যবহার সময় সম্পূর্ণ ভাবে ৭-৪-২ যাকে ডক্টর যেমন টাইম দেয় সেটা পুরন করবেন মনে রাখবেন এইসব জিনিস নিয়ে হেয়ালী করবেন না,আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখা আপনার দ্বায়িত্ব। অনুষ্ঠান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড সচিব রিয়াদুল ইসলাম অনিক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ডের সহকারী সচিব সিদ্দিক সহ অত্র ২৪ নং ওয়ার্ডের গান্যমান্য ব্যক্তিবর্গ ও ২৪ নং বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Leave a Reply