রাঙামাটির সাজেকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক পর্যটকের। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল ট্যুরে আসা শিক্ষার্থীদের বহনকারী একটি চান্দের গাড়ি সাজেকে ওঠার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়।
গাড়িটিতে মোট ১২ জন পর্যটক ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৭ জন, যাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়িটি ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়।
এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত পর্যটকের সহপাঠী ও বন্ধুরা এখনো হতভম্ব অবস্থায় রয়েছেন।
Leave a Reply