বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট বসিয়ে , ৯ মামলায় সাড়ে ৩৫ হাজার টাকা জরিমানা বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা।
সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এতে ৯টি মামলায় মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার এম এম টাওয়ার সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নৌবাহিনীর লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান (এস), বিএন (পি নং ৩৪৯৯)। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি সেকশন এবং সদর ট্র্যাফিক পুলিশের ৩ সদস্য এ অভিযানে অংশ নেন।
এলাকার সচেতন মহল এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে।
Leave a Reply