1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

বিদ্বেষপ্রসূত’ সাক্ষ্যের অভিযোগ অস্বীকার করলেন মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় জেরা শেষে আলোচনায় এসেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

বুধবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের একক বেঞ্চে এই মামলার সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। জেরার সময় শেখ হাসিনা ও কামালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন প্রশ্ন তোলেন— মাহমুদুর রহমান কি ব্যক্তিগত বিদ্বেষ ও জিঘাংসার কারণে সাক্ষ্য দিয়েছেন?

মাহমুদুর রহমান স্পষ্টভাবে এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার লেখা বই যেমন ‘হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা’, ‘গুমের জননী’, এবং তার পিএইচডি থিসিসভিত্তিক ‘The Rise of Indian Hegemon in South Asia’ বিদ্বেষ থেকে লেখা হয়নি।

অ্যাডভোকেট আমির হোসেন দাবি করেন, শেখ হাসিনার ভালো কাজগুলো আড়াল করে শুধুমাত্র নেতিবাচক দিক তুলে ধরেছেন তিনি। কিন্তু মাহমুদুর রহমান জবাবে বলেন, তার লেখালেখি ও সাক্ষ্য কোনো ব্যক্তিগত প্রতিহিংসা থেকে নয়।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বিকেলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। এরপর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9605546039425134″
crossorigin=”anonymous”></script>

All rights reserved © 2019
Design By Raytahost