বরগুনার গৌরীচন্না ইউনিয়নে পানিতে পড়ে ফুয়াদ নামের ৫ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার সকালে গৌরীচন্না বাজারের উত্তর পাড়ে বাড়ির পাশেই পানিতে পড়ে যায় ফরিদের একমাত্র ছেলে ফুয়াদ। দ্রুত তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
বিকেলে আসর নামাজের পর ফুয়াদের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আত্মীয়স্বজন ও স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। সদা হাস্যজ্জ্বল ফুয়াদের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শিশু ফুয়াদের মৃত্যুতে বরগুনা জেলার ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি শোকাহত পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম। পরিবার ও স্বজনরা এখনও মেনে নিতে পারছেন না ছোট্ট ফুয়াদের চলে যাওয়া।
Leave a Reply