আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচিত পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) বা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন বিশিষ্ট আলেম ও বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি এক তীব্র ভাষণে বলেন, এই পদ্ধতি কেবল ইসলামবিরোধী নয়, বরং পশ্চিমা দর্শনের একটি বিকৃত ধারণা, যা ইসলামী শরীয়তের পরিপন্থী।
ড. আব্বাসী বলেন, ইসলামে নেতা নির্বাচনের জন্য ধার্মিক, আমানতদার, দুর্নীতিমুক্ত, নামাজি ও সুন্নতের অনুসারী হওয়া প্রয়োজন। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটাররা জানে না কে নেতা হবে। হতে পারে নেতা শিরকবাদী, মুনাফিক বা ফাসিক—এটি অনেকটা জুয়া খেলার মতো। তিনি বলেন, কেউ ভাবতে পারেন তাদের নেতা হবে ধার্মিক ব্যক্তি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নেতা হয়ে গেলেন চরম ইসলাম-বিরোধী ব্যক্তি।
তিনি পশ্চিমা সভ্যতাকে ভিত্তিহীন ও ধ্বংসপ্রাপ্ত আখ্যা দেন এবং বলেন, পশ্চিমাদের আদর্শ আসে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, বিকৃত গ্রিক দর্শন ও যুক্তিবাদীদের ভিত্তিহীন মতবাদ থেকে। তিনি মুসলিম সমাজকে সতর্ক করে বলেন, নেতার নির্বাচন, সংস্কৃতি, শিক্ষা ও জীবনধারায় পশ্চিমাদের অনুসরণ ইসলাম থেকে দূরে সরায়।
ড. আব্বাসীর বক্তব্যে স্পষ্টভাবে পিআর পদ্ধতির বিরুদ্ধে ধর্মীয় আপত্তি তুলে ধরা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পদ্ধতি মুসলিম সমাজের চিন্তা-চেতনা, নেতৃত্ব ব্যবস্থা ও সমাজ কাঠামোয় ধর্মহীন ও ইসলাম-বিরোধী প্রভাব ফেলবে।
Leave a Reply