আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, দুর্গাপূজা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে দেশে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত বিরাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের উৎসবও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
তবে তিনি সতর্ক করে বলেন, অতীতে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। এখনও তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। তাই এবারের দুর্গোৎসবকে সামনে রেখে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দলটি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
এছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোকে সর্বস্তরের জনগণের সহায়তায় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।
Leave a Reply