তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান আঙ্কারায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বলেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না এবং নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে কেউ আমাদের বিরত রাখতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নিরীহ শিশুদের প্রাণ ও সাধারণ মানুষের ওপর অত্যাচার করে ভবিষ্যৎ গঠন করতে চায়, তারা একদিন নিজেদেরই রক্তে ডুবে যাবে।
এরদোগান আরও বলেন, আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার—যেখানে-যেখানে ইসরায়েলি আগ্রাসন ঘটছে সেখানেই পূর্ণ সংহতি বজায় রাখবে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, কিছু মানুষ বা গোষ্ঠীর বিরুদ্ধে তার কড়া অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব মন্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্কের অবস্থান ও কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে—বিশ্লেষকরা এ রকম ধারণা ব্যক্ত করেছেন।
ইভেন্টে তিনি হিটলারের ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাদের ক্ষোভ হয়তো কখনো ম্লান হবে না — এই ধরনের শক্ত ইঙ্গিতপূর্ণ ভাষা পরবর্তী কূটনৈতিক প্রতিক্রিয়ার সুযোগও তৈরি করে। এর আগে এরদোগানের এমন কড়া ভাষ্য ও ইসরায়েল বিরোধী বক্তব্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে মনোযোগ পেয়ে এসেছে।
Leave a Reply