গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কালিগঞ্জ থানা প্রেসক্লাবে সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপরে জামালপুর ইউনিয়ন এর মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় মামুন গুরুতর আহত হয় এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
এজাহারের প্রেক্ষিতে -কালীগঞ্জ থানার ২৩ নং মামলা রুজু হয়, তাং- ১৫/০৯/২০২৫খ্রিঃ,
যাহার ধারা-341/323/326/307/506/34/114 পেনাল কোড।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার এসআই (নিঃ) আসলাম খান, পিপিএম, কর্মক্ষেত্রের ঠিকানা-কালীগঞ্জ থানা, গাজীপুর।
এই মামলায় ১৬ সেপ্টেম্বর একজনকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামীর রিয়াদ (৩৫), পিতা-হারুন, সাং-জামালপুর, থানা- কালীগঞ্জ, জেলা-গাজীপুর।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন গ্রেফতারকৃত আসামি রিয়াদকে আদালতে প্রেরণ করা হয়েছে মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply