কিশোরগঞ্জ-ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় আন্তঃনগর ট্রেন এগারো সিন্ধুর প্রভাতীতে চলছে চরম অনিয়ম। প্রতিদিন শত শত যাত্রী নিয়ম মেনে টিকিট কাটলেও, দালালচক্রের মাধ্যমে বিনা টিকিটে যাত্রী ওঠানো হচ্ছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে এমন এক যাত্রীকে হাতেনাতে আটক করা হয়। এসময় ট্রেনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার দায় এড়াতে ব্যর্থ হন এবং অস্পষ্ট বক্তব্য দেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, বিনা টিকিটে যাত্রী ওঠানো দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ স্টেশনের সহকারী স্টেশন মাস্টারও অনিয়মের বিষয়টি স্বীকার করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।
যাত্রীরা অভিযোগ করেছেন, টিকিট কিনেও আসন না পেয়ে দাঁড়িয়ে বা গেটের কাছে বসে যাতায়াত করতে হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের সঙ্গে রেলের অভ্যন্তরীণ অসাধু ব্যক্তিরা জড়িত থাকতে পারে।
রেলপথ বিশ্লেষকরা বলছেন, জরুরি ভিত্তিতে সিসিটিভি নজরদারি, ভ্রাম্যমাণ টিকিট চেকিং টিম, ডিজিটাল সিট বরাদ্দ ব্যবস্থা চালু এবং অনিয়মে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।
Leave a Reply