1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

আমি তো খেলোয়াড় বা অভিনেতা নই, ইতিহাসে নতুন কিছু করেছি : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা প্রায়ই শুনি—আপনি কি করেছেন? শহীদের রক্তের উপর আপনি বসে আছেন? কিংবা আমরা আপনাকে বসিয়েছি? কিন্তু আমি বলতে চাই, আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে, সরাসরি মানুষকে বিনোদন দেব। আমার কাজ মানুষের জীবনে পরিবর্তন আনবে, আর সেটাই প্রমাণ করবে আমি কী করেছি।

বুধবার বিকেল সাড়ে ৫টায় সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার একটি অভিজাত হোটেলে মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা জানান, এখন থেকে পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ আটটি বিষয়ে সরাসরি মামলা করা যাবে না। মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা করতে হবে। এর ফলে দ্রুত, কম খরচে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিরোধ নিষ্পত্তি সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিচার ব্যবস্থায় যে সংস্কার আনা হয়েছে তা অব্যাহত থাকলে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে। ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি হয়েছে, যার আওতায় প্রথম ধাপে ১২ জেলায় এ কার্যক্রম চালু হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমান, সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরীসহ অতিথিরা বলেন, এ ধরনের যুগোপযোগী উদ্যোগ বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9605546039425134″
crossorigin=”anonymous”></script>

All rights reserved © 2019
Design By Raytahost