আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে—যাতে দেশে আর কখনো ফ্যাসিস্ট শাসন ফিরে না আসে।
মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মাহমুদুর রহমান বলেন, পৃথিবীর কোনো ফ্যাসিস্ট শাসন গণতান্ত্রিক উপায়ে অপসারণ সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের আরব রেভল্যুশন, ১৯৯০ সালের এরশাদ পতন কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী হিটলার ও মুসোলিনির পতনের উদাহরণ টেনে তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষও চায়—আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসুক।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহত ২০ হাজার যোদ্ধা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। তারা চান শেখ হাসিনা ও তার সরকারের অধীনে যারা গণহত্যা ও নৃশংসতার সময় কমান্ড দায়িত্বে ছিলেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
মাহমুদুর রহমান বলেন, তিনি ১১ বছর ধরে ফ্যাসিবাদের উত্থান ও বিস্তার প্রত্যক্ষ করেছেন এবং বিভিন্ন সভা-সেমিনার ও লেখালেখির মাধ্যমে জনগণকে এ বিষয়ে সতর্ক করার চেষ্টা করেছেন। তিনি প্রত্যাশা করেন, অপরাধীদের সাজা নিশ্চিত হলে অন্তত শহীদ পরিবার ও আহতদের শোক কিছুটা হলেও লাঘব হবে।
Leave a Reply