স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত এবং তিনি আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
আসিফ মাহমুদ বলেন, “নুরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। তিনি নতুন করে সিঙ্গাপুরে যাননি, বরং আগে থেকেই সেখানে চিকিৎসা নিচ্ছেন। এটা মানবিক বিষয়, মানবিক জায়গা থেকেই দেখা উচিত।”
তিনি আরও বলেন, একজন রোগী যখন ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হন, তখন চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে চিকিৎসা বদল করলে নানা জটিলতা তৈরি হতে পারে। তাই নুরজাহান বেগমের চিকিৎসা বিদেশে হওয়া স্বাভাবিক এবং মানবিকতার প্রশ্নে তা সম্মানের সঙ্গে মেনে নেওয়া উচিত।
Leave a Reply