ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দিতে আসেন।
তবে এর আগে একই মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হয়নি বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজি মনোয়ার হোসেন।
পরে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার মামলায় তিনি হয়তো শেষ সাক্ষী। তার সাক্ষ্য নেওয়ার পরই মামলার রায়ের দিকে অগ্রসর হবে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগেই সব মামলার রোডম্যাপ তৈরি করে বিচার কার্যক্রম যথাযথভাবে এগিয়ে যাবে।
এর আগে মাহমুদুর রহমানসহ একাধিক সাক্ষীর জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় চালানো হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রসিকিউশন পক্ষ অভিযোগ এনেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার অভিযোগপত্র প্রায় নয় হাজার পৃষ্ঠার, যেখানে ৮১ জন সাক্ষীর তালিকা রয়েছে।
Leave a Reply