জয় দিয়েই এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের কারণে কঠিন হয়ে পড়েছে সুপার ফোরের পথ। আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
আবু ধাবিতে অনুষ্ঠিতব্য ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে আটটায়।
এই ম্যাচে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও সাইফ হাসান। বাদ পড়েছেন তানজিম সাকিব, শেখ মেহেদি, পারভেজ ইমন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশে আছেন— লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
অন্যদিকে আফগানিস্তানও শক্তিশালী একাদশ সাজিয়েছে। দলটিতে রয়েছেন— রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদিকউল্লাহ অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, অধিনায়ক রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, নূর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গাজানফার।
আজকের ম্যাচে জয় নিশ্চিত করলেই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ। এখন দেখার বিষয়, টাইগাররা কি না আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারে।
Leave a Reply