ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি জানান, ভাঙ্গায় সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, হামলায় পুলিশের অন্তত চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভাঙ্গা থানায় এবং উপজেলা পরিষদে যে ক্ষতি হয়েছে, তার দায়িত্ব যথাক্রমে জেলা পুলিশ ও ডিসিকে দেওয়া হয়েছে।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর রিপোর্ট আকারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভাঙ্গার দুইটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টে থাকা মামলার শুনানি ২১ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে বলেও জানান তিনি।
ডিসি কামরুল ভাঙ্গার জনগণকে কর্মসূচি থেকে সরে এসে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আবেগ ও অনুভূতি আমরা বুঝি। তবে আইন অনুযায়ী বিষয়টি সমাধানের জন্য অপেক্ষা করা জরুরি। ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে পরিদর্শন শেষে জানানো হবে বলেও জানান তিনি।
Leave a Reply