সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সব থেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা । আর এবার উপজেলার ১২টি ইউনিয়নে ৪৯ টি পূজা মন্ডপে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে পূজা মণ্ডপ গুলোর সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা বেগম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি চেয়ারম্যান গোবিন্দ কুমার মন্ডল ,সাধারণ সম্পাদক অসিত কুমার অধিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, ১৭ বিজিবি র খানজিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার এলিস, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ,মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন প্রমূখ । পূজার সময় নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের উপর গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply