উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১৮ মিটার, যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তবে পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে ঢল নামায় চরাঞ্চল ও নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিস্তা তীরবর্তী গ্রামগুলোতে।
তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম বলেন, “সকালে ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাই বন্যা নিয়ন্ত্রণে সব গেট খুলে দেয়া হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।”
লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, “উজান থেকে পানি আসায় তিস্তার পানি ক্রমেই বাড়ছে। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এজন্য নদী তীরবর্তী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীও নিশ্চিত করেছেন যে, সকাল থেকেই ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Leave a Reply