আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান এসেছে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে।
প্রথম ওভারেই দু’বার আউটের ফাঁদ এড়াতে হয়েছিল সাইফ হাসানকে। ধীরে ধীরে তিনি এবং তানজিদ তামিম উদ্বোধনী জুটিতে রান তুলতে থাকেন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে তারা একসাথে ৫৯ রান তুলেছেন। তবে রশিদ খানের বলে ৭ম ওভারে সাইফ ২৮ বলে ৩০ রান করে আউট হন।
এরপর মাঠে আসেন লিটন দাস। ১১ বলে মাত্র ৯ রান করে ৮৭ রানের স্কোরে আউট হন। তবে তানজিদ তামিম আরেক প্রান্ত থেকে স্বচ্ছন্দে ব্যাট করতে থাকেন এবং ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন। তার ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। হাফ সেঞ্চুরির পর তিনি ৫২ রানে আউট হন।
শেষদিকে তাওহিদ হৃদয় ২০ বলে ২৬ রান, শামীম হোসেন পাটোয়ারী ১১ বলে ১১ রান করেন। জাকের আলী অনিক ১৩ বলে ১২ রান এবং নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রান যোগ করেন। আফগানিস্তানের পক্ষ থেকে রশিদ খান ও নুর আহমাদ দু’জনই ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ একাদশে ছিলেন: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশে ছিলেন: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার ও ফজলহক ফারুকি।
Leave a Reply