বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে যদি সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চালু করা হয়, তবে তা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনবে।
মঙ্গলবার রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন একটি পরীক্ষিত ও কার্যকর পদ্ধতি। এ পদ্ধতি থেকে সরে গিয়ে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা স্বার্থে পিআর পদ্ধতির দাবি তুললে বিএনপি তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য ভয়ংকর চর্চায় রূপ নিতে পারে। তার মতে, যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তবে ভবিষ্যতে অন্যরাও নিজেদের স্বার্থে আরও দল নিষিদ্ধ করার দাবি জানাতে পারে, যা জাতীয় ঐক্যকে ধ্বংস করবে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বরং বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই এ ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত।
তিনি মনে করেন, সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করা না গেলে শুধু জাতীয় নিরাপত্তাই নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। আর আলোচনার টেবিলেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
Leave a Reply