রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান ছাত্র প্রতিনিধি নির্বাচনে হলে সংসদে বড় চিত্র তৈরি করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। এবার মোট ৩৯ জন প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে সর্বাধিক ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন আছেন। তবে কিছু পদে কোনো প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি। বিশেষ করে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে মোট ৩টি পদ শূন্য রয়ে গেছে।
এই বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান জানিয়েছেন, “যেসব পদ শূন্য আছে, তা আর পূরণ করা হবে না। সেসব ছাড়া দিয়েই সংশ্লিষ্ট হল সংসদ চলবে।”
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
রাকসুতে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু কেন্দ্রীয় ভিপি পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে ১৪ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ১৬ জন। এছাড়া হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬০০ জন প্রার্থী।
বিশ্ববিদ্যালয় অঙ্গনে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। হল থেকে ক্যাম্পাস—সবখানে চলছে ভোটের প্রস্তুতি, প্রার্থীদের প্রচারণা ও আলোচনা। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৯ জনের নাম ঘোষণা হওয়ায় নির্বাচনী উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
Leave a Reply