দীর্ঘ ৩৩ বছর পর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে দুই পদে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। তারা দুজনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন।
আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৫ শত ৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭ শত ৪৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন তারিকুল ইসলাম।
হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী এবং নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হাফেজ তরিকুল ইসলাম বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্মাদক হিসেবে কাজ করছেন অন্যদিকে নিগার সুলতানা কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত আছেন।
নির্বাচনে জাকসু’র ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৯ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে ১০ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) নারী পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply