ঢাকার নিজ বাসভবন থেকে পুলিশি সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ডিবি সূত্রে জানা গেছে, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে তদন্ত সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই গ্রেফতারির মাধ্যমে ট্রাইব্যুনালের চলমান তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply