লন্ডনে একটি সেমিনার শেষে বের হওয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, উপদেষ্টা মাহফুজ আলম সেদিন দুটি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে প্রথমটি বিকেল চারটায় অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে। বাংলাদেশ হাইকমিশন ও ওই শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে সেখানে পৌঁছালে বাইরে অবস্থান নেয় আওয়ামী লীগের অন্তত ১৮ জন কর্মী। তারা স্লোগান দিতে শুরু করে। তবে বিশ্ববিদ্যালয়ের অনুরোধে পুলিশ আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, ফলে উপদেষ্টার গাড়ি কোনো সমস্যায় পড়েনি।
কিন্তু সেমিনার চলাকালে পার্কিং এলাকায় থাকা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ কর্মীরা। অনুষ্ঠান শেষে মাহফুজ আলম ও হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে চড়ে ক্যাম্পাস ত্যাগ করলে ভিন্ন কৌশল নেয় দুষ্কৃতকারীরা। বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। আবারও ডিম ছোড়া হয় গাড়ির দিকে। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তায় শুয়ে থাকা ব্যক্তিদের সরিয়ে দেয়।
পরে উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো সময়জুড়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয়।
এই ঘটনাকে ঘিরে প্রবাসী বাংলাদেশি মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিদেশের মাটিতে এ ধরনের হামলার চেষ্টা তাদের সহিংস রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। যদিও পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে, তবে এমন ঘটনায় সরকারের উপদেষ্টাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
Leave a Reply