মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা ও টঙ্গিবাড়ী উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার যশলং ইউনিয়নের কালিবাড়ি বালুর মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কালিবাড়ি মসজিদ সংলগ্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. খোরশেদ শিকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ জাকির হোসেন খাঁন, মো. কামাল উদ্দিন আহমেদ বাঁধন, ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের সদস্য সচিব কে এম সোহেল রানা।
আরোও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু কালাম হাওলাদার, আবু তাহের হালদার, ফারুক হালদার, শাহীন শেখ, শরীফ হালদার, শাকিল শেখ,
বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জেলেদের আর্থিক উন্নয়নের পথ সুগম করবে। এতে মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply