গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জাতির চরিত্র নিয়ে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—“জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর।”
এই মন্তব্যের সূত্র পাওয়া যায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও থেকে। ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়—ডাকসু নির্বাচনে আমরণ অনশন করা বিন ইয়ামিন মোল্লাকে ছাত্রদল ও শিবিরের ভোটাররা উপেক্ষা করেছে। তার প্রশ্ন ছিল—“যে ছেলেটা জীবন বাজি রেখে আন্দোলন করেছে, নির্বাচনের পরিবেশ তৈরি করেছে, তাকে কেন সম্মান দেওয়া হলো না?”
নুর সেই বক্তব্য শেয়ার করে লেখেন—“যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই, তারাই পরবর্তীতে অবহেলিত হয়। জাতি হিসেবে আমরা আসলেই স্বার্থপর।”
তার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, বিন ইয়ামিন মোল্লার ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন যে, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের যথাযথ স্বীকৃতি না দিয়ে সমাজ বারবার তাদের উপেক্ষা করে।
অন্যদিকে, ভিন্নমতও উঠে এসেছে। কেউ কেউ বলেছেন—আন্দোলন সবসময় সম্মিলিত প্রচেষ্টা, যেখানে সবাই একসঙ্গে লড়াই করে। তাই আলাদা করে কাউকে দেখা যায় না। তাদের মতে, একজনের ভূমিকা বিশেষ হলেও পুরো আন্দোলনকে একটি ব্যক্তির অবদানে সীমাবদ্ধ করা ঠিক নয়।
নুরুল হক নুরের বক্তব্য নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হলেও তিনি দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতি ও সামাজিক চরিত্র নিয়ে সমালোচনা করে আসছেন। এবারও তার মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply