জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের ডেডলাইন নিয়ে কোনো আপত্তি নেই, তবে নতুন লিখিত সংবিধান দরকার। এই সংবিধানে জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে।
শনিবার রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার তুলাগাঁও গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে নির্বাচনের খেলার নিয়ম লিখিতভাবে ঘোষণা করতে হবে। এরপর আগামী মাসে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না।
তিনি বলেন, “আমরা ভাঙা ঘরের দরজা-জানালা পরিবর্তন চাই, শুধু দারোয়ান বদল নয়। ৫০ বছর ধরে শুধু দারোয়ান পরিবর্তন হয়েছে, কিন্তু টেন্ডারবাজি ও ভোট ডাকাতি বন্ধ হয়নি। এবার আমাদের লিখিত শর্ত থাকবে।”
ভোটের আগে টাকা খরচের রাজনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, নেতারা আগে মানুষের ভোট কিনে নিতেন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আর কখনো টাকার কাছে বিক্রি হব না। যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন, তাদের প্রতারণা রুখতে হবে।”
বৈঠকে দেবীদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীরের সভাপতিত্বে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক, দেবীদ্বার উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply