ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি শুক্রবার সামাজিক মাধ্যমে মুসলিম দেশগুলোকে ইসরায়েলি অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেবল বক্তৃতাভিত্তিক সম্মেলন আর নীরব বসে থাকা কোনো সমাধান নয়—বাস্তব পদক্ষেপ ছাড়া তা ইসরায়েলের জন্য নতুন ছাড়পত্র জারির সমান।
লারিজানি দাবি করেছেন, অন্তত একটি “যৌথ অপারেশন রুম” গঠন করা উচিত যাতে ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করা যায় এবং অপারেশনাল সিদ্ধান্ত নেয়া যায়। তার মতে, এমন একটি উদ্যোগই ইসরায়েলি নেতৃত্বকে উদ্বিগ্ন করে তাদের নীতি দ্রুত পরিবর্তনে বাধ্য করতে পারে।
উল্লেখ্য, দোহায় আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা—ওআইসি যৌথভাবে জরুরি সম্মেলন bulেছে, যেখানে কাতারের প্রতি সমর্থন জোরদার করা হবে এবং ইসরায়েলের গত ৯ সেপ্টেম্বর কাতারে পরিচালিত বিমানহামলার নিন্দা জানানো হবে। ওই হামলায় হামাস জানিয়েছে তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর একটি সদস্যও প্রাণ হারিয়েছেন।
লারিজানি আরও সতর্ক করে বলেছেন, যদি মুসলিম সরকারগুলো ফিলিস্তিনের ক্ষুধার্ত ও নিপীড়িত মানুষদের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়, তবে তাদেরই ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক পর্যায়ে এই উপলব্ধি ও সমন্বিত বাস্তব পদক্ষেপই এখন কতটা জরুরি তা তিনি আবারও তুলে ধরেছেন।
Leave a Reply