বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি এক টক শোতে দলের বর্তমান রাজনীতি এবং ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভোট জামায়াত পেয়েছে’–এর মতো মন্তব্য দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, পরাজয় স্বীকার করে সঠিক যুক্তিতে আলোচনা করা উচিত।
রুমিন উদাহরণ দিয়ে বলেন, ডাকসু নির্বাচনে যদি ছাত্রদলের প্রার্থী ৫–৬ হাজার ভোট পায় এবং শিবিরের প্রার্থী ১৪ হাজার পায়, তবে ৯ হাজার ভোটের ব্যবধান স্বীকার করা দরকার। তিনি মনে করেন, দলীয় ফোরামে বসে ঠাণ্ডাভাবে আলোচনা করা উচিত।
তিনি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান রাজনীতিতে প্যারাডাইম শিফট হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা থেকে শেখার প্রয়োজন। রুমিন বলেন, রাজনীতির টিকে থাকার জন্য শুধু বয়ান বা আইডেন্টিটি পলিটিক্স নয়, জনগণের কল্যাণভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সে মন দেওয়া জরুরি।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আর কোনো বিকল্প ভাবার সুযোগ নেই। জনগণের কল্যাণকে কেন্দ্র করে রাজনীতি করতে না পারলে, দল ও তাদের সমর্থিত প্যানেলগুলো নির্বাচনে মূল্য দিতে বাধ্য হবে।
Leave a Reply