দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এতে ইসরাইলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বাজতে থাকে এবং লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, হামলার পর হোম ফ্রন্ট কমান্ড সক্রিয় করা হয়। এছাড়া প্যালেস্টাইন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবে বিমান হামলার সাইরেন বজ্রবেগে চলতে থাকে এবং দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে।
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এছাড়া ইয়েমেনি ড্রোন ইউনিট দুটি পৃথক অভিযান চালায়; একটি এলাতের রামন বিমানবন্দর, অন্যটি নেগেভের সামরিক লক্ষ্যবস্তুতে।
সারি বলেন, এই হামলাগুলো গাজায় ইসরাইলি কর্মকাণ্ড এবং ইয়েমেনের ভূখণ্ডে আগ্রাসনের প্রতিশোধ। তিনি আরও জানান, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে এবং ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে সক্ষম।
Leave a Reply