প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কেউ যদি মনে করেন এটি বানচালের চেষ্টা করবেন, তা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি নির্বাচন নয়, আগামী নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে। তাই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবেই। এছাড়া নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী—পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার—সবাই প্রস্তুত রাখা হয়েছে যেন কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম না ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রশাসনিক ও অবকাঠামোগত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
Leave a Reply