উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার ভাওয়াইয়া একাডেমির গানের শিল্পী নদী সরকার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার অনুমানিক বিকাল তিনটার দিকে সদর উপজেলা মাঠের হাট চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিজ বাড়ি থেকে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেন নদী সরকার কিন্তু ব্যক্তিগত অটো গাড়িকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। চলন্ত অবস্থায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই শিল্পী ।
স্থানীয়রা গণমাধ্যমকে বলেন , “অটো গাড়িটি স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করেই একটি ট্রাক পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। গাড়িটি উল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পরে স্থানীয়রা ঘটনা স্থল থেকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান সে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন চিকিৎসক বলেছেন তিনি এখনো আশংকা জনক জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না , এ বিষয়ে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চান ।
Leave a Reply