চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ড যাদবপুর–গঙাদাশপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ময়েন উদ্দীন মঈন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনী, সাধারণ সম্পাদক বদর উদ্দীন বাদল ও সাংগঠনিক সম্পাদক আওয়ব আলী বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো: আবু তালেব, সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজা ও রতন মোয়াজ, সোহানুর রহমান লিমন, আহাদ আল হাসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান এবং সঞ্চালনা করেন সীমান্ত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব সালাম মিয়া।
নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে বক্তারা বলেন, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে সঠিক নেতৃত্বে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।
Leave a Reply