সু্নামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ১টি মোটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ছাতক পৌরসভার নোয়ারাই ফুটবল খেলার মাঠের পার্শ্ব থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলো দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের সোহরাব আলী পুত্র মোঃ নুর আলী ও আলহাজ আলীর পুত্র ওসমান আলী এবং নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের বাবুল মিয়ার পুত্র মিলন মিয়া।
এসময় তাদের নিকট থেকে ১২ বোতল এসি ব্লাক ভারতীয় মদ,এছাড়াও তাদের নিকট থেকে লক্ষাধিক টাকা মুল্যের লাল ও কালো রংয়ের (টিভিএস মেট্রো প্লাস) ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। ছাতক থানার এসআই মোঃ রোমেন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ১টি মামলা রুজু করেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের শুক্রবার (১২সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে ।
Leave a Reply