বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে। তিনি মনে করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শুধু ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পেছনেও অবশ্যই কারণ রয়েছে।
শুক্রবার রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ অভিযোগ করেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে রুদ্ধ করতে চাইছে। তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে। জনগণের আস্থা হারানো এ ধরনের নির্বাচন কখনোই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না।
নির্বাচন ঘিরে বিভাজন নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
Leave a Reply