জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরাইলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেও ইসরাইল নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও হাস্যকর।
আসিম ইফতিখার বলেন, একজন দখলদার ও আক্রমণকারী হয়েও ইসরাইল জাতিসংঘ সনদকে বারবার লঙ্ঘন করছে এবং এই পরিষদকে অপব্যবহার করছে। তিনি যোগ করেন, ইসরাইল এমন এক দখলদার, যে কারও কথা শোনে না—এমনকি নিজের মিত্রদেরও না। আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার পরামর্শ উপেক্ষা করে বরং তাদের হুমকি দেয়, জাতিসংঘকেও হুমকি দিতে দ্বিধা করে না।
পাকিস্তানের প্রতিনিধি অভিযোগ করেন, কিছু দেশ ও পক্ষের প্রকাশ্য সমর্থনের কারণেই ইসরাইল বারবার আন্তর্জাতিক আইন ভেঙে পার পেয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, সব দখলদারের মতো ইসরাইলও আগ্রাসন চালিয়েও ভিকটিম সাজতে চায়।
এ মন্তব্য আসে ইসরাইলের জাতিসংঘে রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের বক্তব্যের জবাবে। ড্যানন দোহায় ইসরাইলি হামলাকে পাকিস্তানে ২০১১ সালে মার্কিন নেভি সিলের অভিযানে ওসামা বিন লাদেন হত্যার সঙ্গে তুলনা করেছিলেন। তবে সমালোচকরা বলছেন, সেই অভিযানে সন্ত্রাসীকে টার্গেট করা হয়েছিল, অথচ দোহায় ইসরাইলের হামলায় সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।
এ ঘটনায় নিরাপত্তা পরিষদ কাতারের সার্বভৌমত্ব সমর্থন করে একটি বিবৃতি দিয়েছে এবং ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।
Leave a Reply