ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে উত্তেজনার এক ঘটনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামি। মঙ্গলবার, কয়েকজন ছাত্রদল নেতার সঙ্গে তিনি তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ঘটনার পর মোনামি নিজের অবস্থান ও কষ্ট ফেসবুকে প্রকাশ করেন। তিনি লেখেন, “আমি গত আগস্ট মাসে সহকারী প্রক্টর হিসেবে যোগ দিয়েছি, শুধুমাত্র কারণ আমি আমার প্রিয় শিক্ষাঙ্গনকে কিছু ভালো দিতে চাই। আমি কোনো প্রশাসনিক বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রাখি না। শিক্ষার্থীদের সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তাহলে কেন আমাকে হয়রানি করা হচ্ছে?”
মোনামি আরও বলেন, “আমি নিরাপত্তা-ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলেও আমি কঠোরভাবে তা মেনে চলার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের প্রতি আমার দায়িত্ব ছিল, তাই কোনো ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ হয়নি। যেসব অভিযোগ এসেছে, তা আমার কাছে অযৌক্তিক।”
তিনি নিজের কষ্টের কথা জানিয়ে বলেন, “আমি দায়িত্ব পালনের সময় পহেলা বৈশাখ, ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান ও ১৪ জুলাইয়ের সারারাতের কনসার্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছি। তবু আমাকে প্রত্যাহার করা হয়েছে এবং একঘণ্টা আগেই আমাকে প্রক্টর অফিসে ফিরতে হয়েছে, ঝুঁকির কারণে। আমার উপস্থিতি পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারত।”
মোনামি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এত সুন্দরভাবে ভোট দিয়েছেন। দয়া করে স্বার্থান্বেষী মহলকে এই নির্বাচন নষ্ট করতে দিও না। স্বপ্নের এই ক্যাম্পাস শিক্ষার্থীদেরই। আমি চুপচাপ ফিরে এসেছি, কারণ চাইনি আমার কারণে নির্বাচন ব্যাহত হোক। সত্য আমার পক্ষে।”
Leave a Reply