1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীর কোনাপাড়ায় সরকারি খাল দখল করে ফুটের দোকান বসিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়

কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

যাত্রাবাড়ীর কোনাপাড়ায় জামান আসাদ সুপার মার্কেটের সামনে সরকারি খাল দখল করে বাঁশের মাচা দিয়ে ফুটের দোকান তৈরি করে লক্ষ লক্ষ টাকার চাঁদা আদায় করা হয়।সরজমিনে অনুসন্ধানে জানা যায় জামান আসাদ সুপার মার্কেটের মালিক জামান সাহেব জামান আসাদ সুপার মার্কেটের সামনে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাল দখল করে তার উপর বাঁশের মাচা দিয়ে অস্থায়ী ৩০ থেকে ৪০ টি ফুটের দোকান তৈরি করে দৈনিক ভিত্তিতে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা কালেকশন করছেন। জামান সাহেব ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক আওয়ামী লীগের কাউন্সিলর সাবেক এমপি সজল মোল্লার চাচা বাবুল মোল্লার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাহায্যে ক্ষমতার অপব্যবহার করে ৬ থেকে ৭ জনের জমি দখল করে নির্মাণ করেন জামান আসাদ সুপার মার্কেট।তখন তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় তার মার্কেটের সামনে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে লক্ষ লক্ষ টাকা এডভান্স নিয়ে বাঁশের মাচা দিয়ে ফুটের দোকান তৈরি করেন। এইসব অবৈধ ফুটের দোকান থেকে তিনি মাসিক লক্ষ লক্ষ টাকা চাঁদা কালেকশন করেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক কাউন্সিলর বাবুল মোল্লার আস্থাভাজন হয়েও এখন তিনি কিভাবে এই ফুটের চাঁদা আদায় করেন তা দেখে স্থানীয়রা হতভম্ব হয়ে যাচ্ছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মনজুর আলম খানের রানার কাছে নন্দিত টিভির পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন আমার ভাবতে অবাক লাগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর সাবেক আওয়ামী লীগের কাউন্সিল বাবুল মোল্লার আস্থাভাজন জামান সাহেব হাসিনা সরকারের পতনের পর কিভাবে সরকারি খাল দখল করে সেখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে। প্রশাসন এর বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না। তার ক্ষমতার উৎস কি ডেমরা ও যাত্রাবাড়ী বাসী তা জানতে চায়।

এ বিষয়ে ওয়ারি বিভাগের পুলিশের ডিসি হারুনুর রশিদের কাছে জামান সাহেবের খাল দখল করে ফুটের দোকান তৈরি করে চাঁদা আদায় প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি নন্দিত টিভি কে বলেন পানি উন্নয়ন বোর্ডের সাথে পরামর্শ করে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9605546039425134″
crossorigin=”anonymous”></script>

All rights reserved © 2019
Design By Raytahost