মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় আগামীকাল বুধবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে গরমের মাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবার (১৯ আগস্ট) আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছেন, বৃষ্টিপাতের প্রবণতা আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। তবে রাজশাহী ও ময়মনসিংহে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে।
মঙ্গলবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, তবে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply