ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ জুন) সকালে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ১৮ জুন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি জানান, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই অবস্থা ১৯, ২০ ও ২১ জুন পর্যন্ত বজায় থাকতে পারে। এই সময়ের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়, ১৭ ও ১৮ জুন দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। তবে ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, টানা বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের প্রবণতা বাড়ায় খোলা জায়গায় কাজ করা বা ভ্রমণে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Leave a Reply