দেশের এক তৃতীয়াংশের বেশি জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। আজ সোমবার ৩৩টি জেলায় তাপপ্রবাহ চলছে, জানাল আবহাওয়া অধিদপ্তর। সৈয়দপুরে রেকর্ড হয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা – ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে বুধবার থেকে তা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর ও পটুয়াখালীসহ ৩৩টি জেলায় এই গরম পড়ছে সবচেয়ে বেশি।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “ভ্যাপসা গরমের মূল কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। কিছু এলাকায় বৃষ্টি হলেও গরম কমছে না।”
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়, ফলে উত্তর বঙ্গোপসাগরেও বায়ুর গতি দুর্বল থেকে মাঝারি মাত্রার।
সপ্তাহের শুরুতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া থাকবে মেঘলা ও শুষ্ক।
Leave a Reply