দেশজুড়ে কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে অতিভারি বর্ষণও।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট ও ময়মনসিংহে মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এ সময় খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে। তবে সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামীকাল বুধবারও দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি। পরবর্তী দিনগুলোতেও ঢাকাসহ আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, শুক্রবার ও শনিবার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে বৃষ্টির প্রবণতা থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতক্ষীরায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১০৯ মিলিমিটার। বিশেষ সতর্কতা হিসেবে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোতে জলাবদ্ধতা ও পাহাড়ধসের সম্ভাবনার দিকেও নজর দিতে বলেছে।
Leave a Reply