বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার রাতে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সংযোগে বৃহস্পতি ও শুক্রবার দেশের ছয়টি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, অতিভারি বর্ষণে ঢাকাসহ চট্টগ্রাম মহানগরীতে দেখা দিতে পারে জলাবদ্ধতা। পাহাড়ি জেলাগুলোতে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভূমিধ্বসের ঝুঁকি রয়েছে। বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যার পর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলায়—যেমন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ফেনীতে—স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
পাউবো আরও জানিয়েছে, এসব জেলার নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। বিশেষ করে মুহুরী ও তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বেশি। এর পাশাপাশি সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply