আগামী তিন দিন সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, রোববার থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তনও আসতে পারে।
সোমবার রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ঢাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এদিন দিন একটু গরম থাকলেও রাত একটু শীতল হতে পারে।
বুধবার দেশের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টি হবে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাত দুই সময়েই তাপমাত্রা কমবে ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত।
এছাড়া ২৭ মে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
তবে সপ্তাহের শেষদিকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply