আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতের আসাম ও মেঘালয়ে টানা ভারী বৃষ্টিপাত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে লাগাতার বৃষ্টির কারণে, এ আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, “আজ মঙ্গলবার থেকে আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এক নাগাড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ি ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে।”
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, চেল্লাখালী নদীর পানি ইতোমধ্যেই বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। গতকাল রাত ১০টায় যেখানে ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে, আজ সকাল ১০টায় তা বেড়ে ১০৬-এ গিয়ে ঠেকেছে।
সকালে মুষলধারে বৃষ্টি এবং উজানে ভারি বর্ষণে জেলার নদ-নদীগুলোতে পানি দ্রুত বাড়ছে। পাউবো জানায়, এই গতি বজায় থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা বাড়ছে।
বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্রে দেখা যাচ্ছে, উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্বমুখে বজ্রসহ বৃষ্টির প্রবল ধারা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতিক্রম করছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামেও বৃষ্টি শুরু হয়েছে বলে তথ্য মিলেছে।
সতর্কবার্তায় জানানো হয়েছে, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই অঞ্চলে একাধিক দফা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সর্তক থাকতে বলা হচ্ছে।
Leave a Reply