দেশের ১৪টি জেলার ওপর দিয়ে সোমবার রাতেই বয়ে যেতে পারে ঝড়, বজ্রসহ বৃষ্টি।
ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলে।
আবহাওয়া অফিসের দেওয়া নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়েছে—
আজ (সোমবার) দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে এই ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে।
যেসব অঞ্চল ঝড়ের ঝুঁকিতে—
রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল ৯টার পূর্বাভাসে জানানো হয়—
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো বজ্রপাত।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও দেখা দিতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ।
তাই আজ রাতের আগেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Leave a Reply